আন্দামান যাবেন ! কিভাবে যাবেন ...
আন্দামান যাবেন, কিভাবে যাবেন, কত খরচ, কোথায় কতদিন থাকবেন, সব তথ্য একটি প্রতিবেদনে।
ভাবছেন আন্দামান যাবো, কিন্তু সবকিছু নিজেই বুক করবেন, কোনো চিন্তা নেই, আজকের এই প্রতিবেদন পুরোটা পড়ে নিলে আপনার আন্দামান ট্যুর নিয়ে আর কাউকে কোনো কথা জিজ্ঞেস করার প্রয়োজন হবে না। আপনাদের মনে যত রকম প্রশ্ন জাগতে পারে সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমার এই প্রতিবেদন।
প্রশ্ন: আন্দামান যেতে কত খরচ পড়বে?
উত্তর: ধরুন একজন দম্পতি নিজেরাই সব বুক করলো, তবে মাথাপিছু খরচ বিমান বাদে 18000/- টাকার মত লাগবে।
প্রশ্ন: আন্দামান নিয়ে একটু বিস্তারিত জানাবেন?
উত্তর: অবশ্যই জানাবো। আন্দামান তিনটি অংশে বিভক্ত। নর্থ আন্দামান, মিডল্ আন্দামান ও সাউথ আন্দামান। এর মধ্যে সাধারণ পর্যটকরা সাউথ ও মিডল্ আন্দামান ঘুরে থাকেন।
প্রশ্ন: আন্দামান কি বিমানে করেই যেতে হবে?
উত্তর: বিমান ছাড়াও জাহাজে করেও যাওয়া যায়, তবে জাহাজে করে যাওয়ার চেষ্টা না করায় ভালো, বিমানে যাওয়ায় বেস্ট। তবে জাহাজে বেড়ানোর অনুভূতি আপনি আন্দামান গিয়ে পেয়ে যাবেন।
প্রশ্ন: আন্দামান ট্যুরের ডিটেইলস জানার আগে একটু জানান ওখানে কি কি দ্বীপ (Island) আছে যেখানে আমরা ঘুরতে যেতে পারবো?
উত্তর: বিশেষ করে হ্যাভলক দ্বীপ ও নীল দ্বীপ সবার পছন্দের। এই দুটি জায়গাতেই থাকতে হবে। তবে পোর্ট ব্লেয়ার (আন্দামানের রাজধানী) থেকেও Ross Island, North Bay Island, Viper Island ও Bara tang Island ঘুরতে পারবেন।
প্রশ্ন: মোট কতদিনের ট্যুর করতে হবে?
উত্তর: সবচেয়ে কম 5 রাত্রি 6 দিনের এই ট্যুর হবে। তবে 6 রাত্রি 7 দিন হলে মোটামুটি ঘুরে ভালো লাগবে, প্রায় সব জায়গায় কভার হয়ে যাবে।
প্রশ্ন: ট্যুর ডিটেইলস একটু জানাবেন?
উত্তর: আমি 5 রাত্রি 6 দিনের একটি ট্রাভেল প্লান সাজিয়ে দিচ্ছি :
Day:1- কলকাতা থেকে ভোরের বিমান ধরে পোর্ট ব্লেয়ার পৌঁছান। বিমান বন্দর থেকে হোটেল, ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে সোজা সেলুলার জেল পরিদর্শন (সময় লাগবে 2 ঘন্টা মত), তারপর চলে যাবেন Corbyn Cove Beach (সূর্যাস্ত পর্যন্ত থাকবেন)। সেখান থেকে আবার সেলুলার জেলের Light & Sound show দেখে হোটেলে ফেরা। আজই একটা গাড়ির সাথে কথা বলে রাখবেন যাতে পরের দিন খুব সকালে আপনারা হোটেল থেকে Phoenix Bay Jetty পৌঁছাতে পারেন (বলে রাখি এই জেটি থেকেই সবরকম ফেরি আপনাদের ধরতে হবে) ।
Day:2- হোটেল থেকে বেরিয়ে সকাল 6 টার আগে পৌঁছাবেন Phoenix Bay Jetty তে যেখান থেকে Cruise আপনাকে নিয়ে যাবে হ্যাভলক দ্বীপে। এই Cruise নিয়ে বিস্তারিত পরে জানাচ্ছি। হ্যাভলক দ্বীপে 4 টি দেখার মত বিচ আছে।
1. বিজয়নগর বিচ ।
2. রাধানগর বিচ।
3. এলিফ্যানটা বিচ।
4. কালা পাত্থর বিচ।
হ্যাভলক পৌঁছে হোটেলে গিয়ে একটু খাওয়া দাওয়া করে একটি স্কুটি বা গাড়ি বুক করে এক এক করে ঘুরে নিন এই চারটি বিচ। এইখানে আছে এলিফ্যানটা বিচ Scuba Diving বা Snorkeling করে নিতে পারেন। এর কারণ এই জায়গার জল খুব পরিষ্কার ও স্বচ্ছ। এরপর দেখুন কালাপাত্থর বিচ ও সবশেষে রাধানগর বিচ। এই রাধানগর বিচ পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটি বিচের তালিকায় আছে, তাই বুঝতেই পারছেন এইখানেই বেশিরভাগ সময়টা কাটান। আর বিজয়নগর বিচ হলো আপনার হোটেলের কাছের বিচ তাই এটা পায়ে হেঁটেই ঘুরতে পারবেন, সেটা সন্ধ্যের পরেও। তাই রাধানগর বিচে আলাদা করে ঘুরতে হবে না। এইখানেই অপনাদের হোটেল নেওয়ার চেষ্টা করবেন।
Day: 3 - এইদিন হ্যাভলক থেকে নীল দ্বীপে পৌঁছাতে হবে, এর জন্যে বেসরকারি Cruise আছে। এই দ্বীপে পৌঁছে থাকবেন ভরতপুর বিচের কাছেই। তবে এই দ্বীপ হ্যাভলক দ্বীপের থেকে একটু সস্তা। এখানে গিয়ে একটি সাইকেল বা স্কুটি ভাড়া করে ঘুরে নেবেন লক্ষণপুর বিচ, সিতাপুর বিচ ও রামনগর বিচ। স্কুটি ছাড়াও ঘোরার জন্যে গাড়ি পেয়ে যাবেন। তবে ভরতপুর বিচ যেখানে হোটেল নেবেন সেখানেই সবচেয়ে বেশি সময় কাটাবেন, ওটা সবচেয়ে ভালো ও সুন্দর বিচ।
Day: 4- এই দিনে নীল দ্বীপ থেকে আবার পোর্ট ব্লেয়ারে ফেরার পালা। পোর্ট ব্লেয়ার ফিরতে ফিরতে সকাল 10 টা হয়ে যাবে। এরপর হোটেলে গিয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়ুন পোর্ট ব্লেয়ারের রাজীব গান্ধী ওয়াটার কমপ্লেক্স সেখানে কিছু ওয়াটার এক্টিভিটি করতে পারেন। এরপর দেখুন Samudrika Marine Museum ও Zonal Anthropological Museum..
Day: 5 - হোটেল থেকে বেরিয়ে Phoenix Bay Jetty পৌঁছে ওখানে একটি প্যাকেজ বুক করুন। অনেক রকম প্যাকেজ থাকলেও জনপিছু 500/- টাকা মূল্যের 3 টি Island (Including Lunch) এই প্যাকেজ নেওয়ায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এক্ষেত্রে আপনি দেখবেন Ross Island, North Bay Island ও Viper Island.....এই প্যাকেজে আপনি একটি সুন্দর Coral Viewing Glass Boat - এ চড়তে পারবেন। সন্ধ্যে বেলায় আবার পোর্টব্লেয়ার ফিরে ওখানেই হোটেলে থাকুন। আশে পাশে ঘুরে দেখুন আর কিছু কেনাকাটি করার হলে করুন। তবে সমুদ্র থেকে Dead coral বা কোনোরকম কিছু নিয়ে আসবেন না। এতে এয়ারপোর্টে আপনাকে ধরবে, সমুদ্র থেকে সরাসরি কোনোকিছু তুলে আনা বেআইনি। তবে গিফট হিসাবে যা কিছু কিনবেন সবগুলির বিল অবশ্যই নিয়ে নেবেন।
Day: 6 - আজ পোর্ট ব্লেয়ার থেকে কলকাতা ফেরার পালা। তবে কেউ যদি আরেকটি দিন পোর্ট ব্লেয়ারে থাকেন তাহলে Baratang Island ঘুরে আসতে পারবেন। এটি মিডল্ ও নর্থ আন্দামানের মাঝের একটি দ্বীপ। এখানে জারোয়া উপজাতি দেখার সুযোগ থাকছে। আর প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর। আমার মতে একটা দিন আরও থেকে Baratang ঘুরে আসা উচিত। তবে এর জন্যে মাথাপিছু খরচ বেড়ে যাবে।
প্রশ্ন: এবারে বলুন ওখানে যাওয়ার জন্যে বিমানের খরচ কত?
উত্তর: এই মুহূর্তে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাওয়া আসা মিলিয়ে মাথাপিছু টিকিট এর খরচ 10,000/- টাকার মত। এই ভাড়া সিজন অনুযায়ী কম বেশি হয়ে থাকে।
প্রশ্ন: পোর্ট ব্লেয়ারে হোটেলের খরচ কেমন?
উত্তর: একটু ভালো ও পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল নিতে হলে প্রতিটি জায়গায় 2000/- টাকা মত ধরতে হবে। এর মানে একটি রুমে 2 জন থাকলে এই খরচ অর্ধেক হয়ে যাবে।
প্রশ্ন: ফেরি খরচ কোথায় কত হবে?
উত্তর: ফেরি খরচ বলতে আলাদা আলাদা ফেরিতে আলাদা আলাদা রেট এবং এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যেতে টিকিটের ভাড়াও আলাদা। যদিও সরকারি কিছু ফেরি আছে যা স্থানীয় মানুষদের জন্যেই বেশিরভাগ বুক থাকে আর এর জন্যে দিন তিনেক আগে থেকে বুক করতে হয়। এই সরকারি ফেরিতে খরচ খুবই কম, তবে এর আশা না রাখা ভালো, তাই একটাই উপায় - বেসরকারি ফেরি সার্ভিস বুক করা। অনলাইনে অগ্রিম বুকিং করে নেওয়ায় ভালো।
আসলে এখানে ভালো দুটি বেসরকারি কোম্পানির ফেরি সার্ভিস আছে:
★ MAKRUZZ - Fully covered ship.
★Green Ocean Cruise - Open deck
এই দুটি ফেরিই খুব ভালো, তবে দুটির মধ্যে একটিতে বাইরের Deck closed আর অপরটিতে Deck open থাকার দরুন deck এ দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতে করতে যেতে পারেন। তবে গরমের সময় হলে উল্টোটা করতে হবে।
এই দুটি কোম্পানির Cruise এর ভাড়া:
◆ পোর্ট ব্লেয়ার - হ্যাভলক: 1,400/- টাকা (এক পিঠের জনপ্রতি ভাড়া) - Economy class
◆ হ্যাভলক - নীল দ্বীপ: 1,100/- টাকা (এক পিঠের জনপ্রতি ভাড়া) -Economy class
◆ নীল দ্বীপ - পোর্ট ব্লেয়ার: 1,300/- টাকা (এক পিঠের জনপ্রতি ভাড়া) - Economy class.
প্রশ্ন: এখানে এই ফেরির খরচ ছাড়া আর কি কি পরিবহণ খরচ আছে?
উত্তর: পোর্ট ব্লেয়ার থেকে যে 3 টি দ্বীপ একসঙ্গে ঘুরতে যাবেন তার খরচ মাথাপিছু 500/- টাকা। এছাড়া বাইক/স্কুটি ভাড়া নিলে 500/- টাকা দিন প্রতি (পেট্রোল খরচ 200/- টাকা আলাদা)। এর বাইরে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে গাড়ি/অটো ভাড়া বাবদ পুরো ট্যুরে জনপ্রতি 300/- টাকা ধরতে হবে।
প্রশ্ন: এখানে খাওয়ার খরচ কেমন?
উত্তর: জনপ্রতি প্রতিদিন নর্মাল খাবার খেলে এক একজনের 500/- টাকা মত খরচ হবে। এবারে আপনি স্পেশ্যাল কিছু ডিশ যেমন; স্পেশ্যাল সি-ফুড নিলে সেগুলো আলাদা খরচ ধরতে হবে।
প্রশ্ন: তাহলে মোটামুটি সব খরচই বলা হয়ে গেছে?
উত্তর: না, এখনও আপনার খরচ কিছু বাকি আছে। প্রথমত আপনি যেখানে যাবেন সেই জায়গার এন্ট্রি ফি হিসাবে পুরো ট্যুরে 400/- টাকা জনপ্রতি ধরে রাখুন। এছাড়া ওয়াটার এক্টিভিটি যেমন স্কুবা ডাইভিং (4,000/- টাকা) বা স্নোরকেলিং (2,000/- টাকা) করলে সেটা আলাদা খরচ। তবে এই ওয়াটার এক্টিভিটির নির্দিষ্ট কোনো রেট নেই আপনি যতটা বার্গেইন করতে পারবেন ততটা কমবে। সুতরাং এই খরচ প্রত্যেকের আলাদা আলাদা হবে। যাঁরা এগুলো করবেন না তাঁদের এই খরচ বেঁচে যাবে।
আন্দামান ভ্রমণের যে প্লান দিলাম সেখানে আরও একদিন বাড়িয়ে পোর্ট ব্লেয়ার থেকে Baratang যেতে চাইলে জনপ্রতি প্যাকেজ আছে 2,000/- টাকার মত। এটাও আমার মতে ঘুরে আসা উচিত। একদিন বেশি সময় থেকে এটা ঘুরে নিলে মনে কোনো দ্বিধা থাকবে না। সব কিছুই কভার হয়ে যাবে। তখন সেই ট্যুর হবে 6 রাত্রি 7 দিনের।
প্রশ্ন: তাহলে সস্তা ট্যুর কোথায় হল?
উত্তর: সস্তা বলতে নিজে ঘুরলে নিজের মত হোটেল নিলেন, গাড়ির বদলে অটো চড়লেন, ইকোনমি ক্লাসে ফেরিতে গেলেন, হোটেলের ক্লাস কমিয়ে দিলেন এতেই যেটুকু খরচ কমবে। কিন্তু কিছু খরচ আছে যা সবার জন্যে প্রায় একই যেমন; ফেরি সার্ভিস, বিমান ভাড়া এবং খাওয়া দাওয়া এগুলোতে মোটামুটি একই হবেই। তবে নিজেরা গেলে আপনাকে অনেক কিছু অগ্রিম বুক করতে হবে। সেটা করতে না চাইলে ট্যুর অপারেটর কলকাতা বা পোর্ট ব্লেয়ারে অসংখ্য পেয়ে যাবেন তাঁদের হেল্প নিতে পারেন। তবে আন্দামান ট্যুর কিন্তু ঐ পাঁচ - দশ হাজার টাকায় হবে না, এই ট্যুর জীবনে একবারই করবেন তাই খরচ আপনার অনেকটাই হবে এই ভেবেই প্লান করুন। আগেই সব খরচের Break-up দিয়ে দিয়েছি আপনারা নিজেরা হিসেব করে নেবেন কত খরচ হতে পারে।
প্রশ্ন: হোটেল ছাড়া আর কোনো ব্যবস্থা আছে যেখানে থাকলে এই খরচ কিছুটা কমবে?
উত্তর: অবশ্যই আছে কিছু হলিডে হোম, কিছু কম টাকার সস্তার লজ এবং সবথেকে ভালো রামকৃষ্ণ মিশনের আবাসন, এইসব জায়গায় থাকলে রাত্রি বাসের জন্যে যে খরচ সেটা অনেকটাই কমে যায়।
প্রশ্ন: একটু মিডিয়াম রেঞ্জের হোটেল এর নাম দেবেন?
উত্তর: সাধারণত হোটেলের নাম আমি দিই না, কারণ হোটেল নিয়ে সবার আলাদা আলাদা পছন্দ। তবুও আপনাদের সুবিধার্থে আমি দুই একটা করে নাম বলে দিচ্ছি।
পোর্ট ব্লেয়ার: Amina Lodge, Blue Bridge Home, Guru International , Park Inn....
তবে আমি বলবো রামকৃষ্ণ মিশনে থাকুন সস্তা হবে সাথে লোকেশনও সবচেয়ে ভালো।
হ্যাভলক: Radha Krishna Resort, Shangri-La's beach resort...এছাড়াও অনেক ভালো হোটেল আপনি পেয়ে যাবেন।
নীল দ্বীপ: Blue lagoon Resort, Coco-N-Huts beach resort....এছাড়াও অনেক ভালো হোটেল আপনি পেয়ে যাবেন।
এইসব হোটেল বা রিসোর্ট বুক করতে হলে সরাসরি গুগলে সার্চ করে ফোন নাম্বার নিয়ে বুক করে নেবেন। তাছাড়া হোটেল বুকিং এর বিভিন্ন Apps থেকেও বুকিং ও হোটেলের ট্যারিফ আপনারা পেয়ে যাবেন।
প্রশ্ন: রামকৃষ্ণ মিশন এর যে থাকার ব্যবস্থা আছে ববলছেন, সেটা কিভাবে বুক করবো?
উত্তর: রামকৃষ্ণ মিশন পোর্ট ব্লেয়ারে থাকার জন্যে ভালো ব্যবস্থা আছে, তবে খাবার বাইরে থেকে কিনে খেতে হবে। সস্তার মধ্যে সবচেয়ে ভালো এই রামকৃষ্ণ মিশনে থাকা। বুক করতে হলে সরাসরি মেইল করুন:
portblairrkm@gmail.com.
যোগাযোগ: 03192232432
তবে সবচেয়ে ভালো একটা খোঁজ দিচ্ছি। এই রামকৃষ্ণ মিশনের সঙ্গে 3 জন বিশ্বস্ত ট্যুর অপারেটর আছেন, যাঁরা আপনার পুরো প্যাকেজ ও থাকার জায়গা সবকিছু Arrange করে দেবেন। তবে সেই 3 জনের নাম ও যোগাযোগের নাম্বার তখনই পাবেন, যখন আপনি পোর্ট ব্লেয়ারের রামকৃষ্ণ মিশনে থাকবার জন্যে রুম বুক করবেন। আর সেক্ষেত্রে উপরে দেওয়া Mail Address এ আপনার সমস্ত তথ্য দিয়ে মেইল করবেন। আশা করা যায় রামকৃষ্ণ মিশনের মাধ্যমে পুরো প্যাকেজ করলে কিছুটা সস্তা তো হবেই সাথে ঠকবার ভয় নেই।
প্রশ্ন: বেসরকারি ফেরি সার্ভিস যেগুলো আছে সেগুলো কিভাবে বুক করবো?
উত্তর: দুই রকম ফেরি সার্ভিস আছে। বুকিং করার জন্যে তাদের নিজস্ব ওয়েবসাইট নীচে দেওয়া হলো।
আশা করি, আন্দামান ট্যুর নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। তবুও আরোও কিছু জানতে হলে কমেন্ট করে জানাবেন। সময়মতো সবার প্রশ্নের সব উত্তর দেওয়ার চেষ্টা করবো।
★ কোনোরকম হোটেলের প্রমোশন আমরা করছি না, শুধুমাত্র আপনাদের সুবিধার্থে এই নাম ও অন্যান্য যোগাযোগ এর সন্ধান দেওয়া হলো।
পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার ও সেভ করে রাখুন।
এছাড়া আপনারা Follow করতে পারেন:
© বাঙালির বেড়ানো।